গর্জনে অর্জন

নুশরাত রুমু | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৪৭ পূর্বাহ্ণ

মা

বলে

শিখেছি

মাতৃভাষা

করি লালন

বাঙালি মনন।

প্রতিবাদ,হুঙ্কার

রাষ্ট্রভাষা দাবিদার।

বরকতেরা গর্জে দেখি

কণ্ঠ সবার বারুদ কাঠি।

আওয়াজ শুধু একটি কথা

বাংলা ভাষার চাই স্বাধীনতা।

রক্তের বদলে পেলাম বর্ণমালা

শহিদের অর্জনে চলে শ্রদ্ধার পালা।

প্রভাতফেরি, পুষ্পাঞ্জলি ও বইমেলা।।

পূর্ববর্তী নিবন্ধচাঁদ
পরবর্তী নিবন্ধবাবা