চাঁদ

শিরিন আফরোজ | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৪৬ পূর্বাহ্ণ

মায়াবী চাঁদ আগলে রাখে ক্লান্তময় রাত,

চাঁদ কখনো দেয় অল্প আলো

আবার কখনো জোছনার জলপ্রপাত।

শ্রাবণের বৃষ্টি, শীতের শিশির কিংবা চৈত্রের তাপ

সবিনিজস্বতার টানে করে সময় পাড়,

অন্যথায় অসাড়।

দিবারাত্রির আসাযাওয়ায় জীবনের দৌড়!

আপনত্বের ঘ্রাণে জীবন সুখ ফুল মাখা,

লেপ্টে থাকে মনের উঠোন!

ও আমার মন তোমাকে তো চিনি!

সুখ ফুলের ঘ্রাণে অগণিত স্বপ্ন যাই বুনি।

পূর্ববর্তী নিবন্ধদর্শক
পরবর্তী নিবন্ধগর্জনে অর্জন