নগরীর পতেঙ্গা থানাধীন প্রজাপতি পার্কের সামনে অজ্ঞাত ব্যক্তিদের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। মো. রফিক নামের ওই যুবক দক্ষিণ পতেঙ্গার দক্ষিণ পাড়ার নাগর আলীর নতুন বাড়ি এলাকার মৃত বদিউল আলমের ছেলে।
গতকাল রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গাজী ইলয়াছ গ্রুপের ছেলেদের হাতে মারধরের শিকার হয়েছে মো. রফিক। এমনটাই শুনেছি আমরা।
পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। কেন মো. রফিককে মারধর করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, কারণ জানা যায়নি। কেন তাকে মারধর করা হয়েছে তা জানার চেষ্টা করছি। পরে বিস্তারিত জানানো হবে।