৯ম ভারতীয় শিক্ষা মেলা আজ ও কাল হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হবে। সেপ ইভেন্টস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। শিক্ষা মেলায় ভারতের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। ইভেন্টের ফোকাস হবে বিভিন্ন বৃত্তির অধীনে শিক্ষার্থীদের ভারতে পড়াশোনা করার জন্য আমন্ত্রণ জানানো।
সেপ ইন্ডিয়া শিক্ষা মেলা লটারিতে অংশগ্রহণকারীদের জন্য অতিরিক্ত সুবিধা অফার করেছে এবং বিজয়ীরা স্মার্ট ফোন পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ বৃত্তির ব্যবস্থা।সঞ্জয় থাপা ডিরেক্টর এসএপিই বলেন, আমি সবসময় বাংলাদেশি ছাত্রদের গাইড করতে চাই, উদ্দেশ্য সঠিক নির্দেশনার জন্য শিক্ষার্থীদের সরাসরি কলেজ কর্তৃপক্ষের সাথে সংযুক্ত করা। প্রেস বিজ্ঞপ্তি।