ঢাকাকে দ্বিতীয়বার হারাল চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দ্বিতীয় জয়টি পেয়েছিল ঢাকা ডমিনেটর্সকে হারিয়ে। নিজেদের মাঠে ঢাকাকে হারের স্বাদ দিয়েছিল চট্টগ্রাম। দ্বিতীয় দেখাতেও ঢাকাকে হারাল চট্টগ্রাম। তবে ততদিনে দু দলই বিপিএলের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছে। তবে মর্যাদার লড়াইয়ে ঠিকই ঢাকাকে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম। স্বল্প রানের এই ম্যাচে জিয়াউর রহমানের অল আউন্ড নৈপুণ্যে ছোট পুঁজি নিয়েও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল চট্টগ্রাম। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৫ রানে হারাল ঢাকা ডমিনেটর্সকে। ১১৮ রানের পুঁজি নিয়েও এই জয়কে দারুণ এক জয় বলতে হবে। এটি এবারের বিপিএলে চট্টগ্রামের তৃতীয় জয়। ঢাকার জয়ও তিনটি।

টস জিতে নতুন উদ্বোধনী জুটি মেহেদি মারুফ ও ইরফান শুক্কুরকে নিয়ে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। কিন্তু সুবিধা করতে পারেনি এজুটি। ১৮ রানের মাথায় ইরফান শুক্কুর ফিরেন ৭ রান করে। পরের ওভারে মেহেদী মারুফ ফিরেন ৮ রান করে। ওই ওভারে বিদায় নেন উন্মুক্ত চাঁদও। ভারতের এই ক্রিকেটার ফিরেন শূন্য রানে । আগে তিন ইনিংস খেলে তার রান ছিল ৫, ১৬ ও ১৬। প্রথম ৬ ওভারে ২০ রান তুলে চট্টগ্রাম। আরাফাত সানির করা সপ্তম ওভারে ফিরেন আফিফ এবং শুভাগত। তবে মাঝখানে ওসমান খান এবং শেষ দিকে জিয়াউর রহমান হাল ধরেন। মূলত এ দুজনের কল্যানে ১১৮ রানে পৌছে চট্টগ্রামের স্কোর। ২৯ বলে ৩০ রান করে ওসমান খান ফিরলেও জিয়া অপরাজিত থাকেন ২০ বলে ৩৪ রান করে। ঢাকার পক্ষে আরাফাত সানি নিয়েছেন ২২ রানে ৪ উইকেট। ১১৯ রান তাড়া করতে নেমে ঢাকার শুরুটাও ভাল হয়নি। দুই দফায় জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি সৌম্য সরকার। ফিরেছেন ১৬ বলে ২১ রান করে। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন আগেই বিদায় নেন ২ রান করে। তিন নম্বরে নামা আরিফুল হক যখন আউট হন ১২ বলে ৭ রান করে তখন ৭ ওভারে ঢাকার সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। নাসির হোসেন ও অ্যালেক্স ব্লেইক সেখান থেকে টেনে নেওয়ার চেষ্টা করেন দলকে। ব্লেইক ১৩ রান করে ফিরেন। অপরদিকে নাসির ২১ রানে আফিফের হাতে জীবন পেয়েও দলকে জেতাতে পারেনি। ৩৩ বলে ২৪ রান করে ফিরেন নাসির। তার পরও লক্ষ্যটা খুব কঠিন ছিল না ঢাকার জন্য। শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ৩১ রান। তখনো উইকেট ছিল ৫টি। কিন্তু ক্যাম্পারমৃত্যুঞ্জয়জিয়ার বোলিংয়ে উইকেট হারাতে থাকে ঢাকা। ফলে ১০৩ রানে থেমে যায় ঢাকা ডমিনেটর্স। শেষ দিকে জাহিদুজ্জামান করেন ১৮ রান। চট্টগ্রামের পক্ষে ১৫ রানে ৩ উইকেট নেন ক্যাম্পার। ২টি করে উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় এবং জিয়াউর রহমান। ম্যাচ সেরা হয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জিয়াউর রহমান।

পূর্ববর্তী নিবন্ধআজিম হাকিম স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবিপিএলে শেষ দুই ম্যাচ খেলছেন না তামিম