পাহাড়তলী রেলওয়ে বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মেরামতে টিন প্রদানের পাশাপাশি বাজারের আবর্জনা ব্যবস্থাপনা ও সড়ক উন্নয়নের ঘোষণা দিয়েছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল সোমবার ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন শেষে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাথে সাক্ষাৎকালে মেয়র এ ঘোষণা দেন।
মেয়র বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলো পুনরুদ্ধারে চসিকের ৩০জন সেবক কাজ করে যাচ্ছে। দোকানগুলোকে টিন দিয়ে সহায়তা করা হবে। বাজারে এসে যে সমস্ত সমস্যার কথা বাজার সমিতি আমাকে জানিয়েছেন তা সমাধান করব। পরিদর্শনকালে পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মো. নুরুন্নবী তালুকদার, আব্দুল হাসেম, মো. আব্দুল শুক্কুর লিটন, কমল চন্দ্র দাস, মো. মোজাহের আলম উপস্থিত ছিলেন।
আ.লীগ নেতা ফরিদ মাহমুদের সহায়তা
পাহাড়তলী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ। এসময় তিনি ভস্মীভূত দোকানপাট, গোডাউন, মিলগুলো ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান। গতকাল সোমবার পরিদর্শন শেষে তিনি পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় ফরিদ মাহমুদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে এগিয়ে আসার জন্যে জেলা প্রশাসন, ব্যবসায়ী সংগঠন, জনপ্রতিনিধি, বিত্তবানদের প্রতি অনুরোধ জানান। তিনি পাহাড়তলী ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে দুর্যোগ মোকাবিলার জন্য গঠিত তহবিলে নগদ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পাহাড়তলী বণিক সমিতির সভাপতি কামাল উদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সওদাগর, যুগ্ম সম্পাদক নুরুন্নবী তালুকদার, অর্থ সম্পাদক আবুল হাশেম, দপ্তর সম্পাদক কমল বাবু, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, রাশেদ চৌধুরী, শেখ রাজিব আহমেদ, আবু সৈয়দ খাঁন, বাবুল দাশ বাবলু, জালাল হোসেন, আজাদ হোসেন, ফয়েজ খান, আনিসুর রহমান মামুন, আমজাদ হোসেন, মো. বুলবুল, মো. ইমরান সুমন। প্রেস বিজ্ঞপ্তি।












