চুরি করা টেক্সি ও মোটর সাইকেলসহ দুই চোর গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

রাউজান থানা পুলিশ চুরি করা একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটর সাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। দুই চোরকে আটক করে গত রোববার রাতে সদর ইউনিয়নের মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের রাস্তা থেকে।

আটক দুজনের স্বীকারোক্তি অনুসারে পলিশ জব্দ করে দুটি গাড়ি। আটককৃতরা হলো সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের খলিলাবাদ গ্রামের মো. আবু শাহাদাতের ছেলে আবু তৈয়ব ওরফে বড় মনা (৩১) ও বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে সরোয়ার আলম নিশান (৩১)। তাদেরকে গতকাল সোমবার পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেছেন উপপরিদর্শক কানু লাল অধিকারী ও অসিম কুমার ভৌমিক, উপপরিদর্শক সুজন কান্তি পাল সঙ্গী ফোর্স নিয়ে এই অভিযান চালায়। চুরি করা দুটি গাড়ির নম্বর মুছে ফেলেছিল চোর চক্রটি। তিনি জানান চোরাই গাড়ির মালিক সনাক্ত করা গেলে আদালতের মাধ্যমে গাড়ি দুটি ফেরত দেয়া হবে। জানা যায় গ্রেপ্তারকৃত বড় মনার বিরুদ্ধে আগের ৭টি এবং নিশানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশূন্যরেখার আরও ২৭৩ রোহিঙ্গা ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে
পরবর্তী নিবন্ধমাংসবিহীন দিবসে মাংস বিক্রি ও ফুটপাত-রাস্তা দখল