বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ) চট্টগ্রাম শাখার নতুন কমিটি অনুমোদন পেয়েছে। গত ১৮ জানুয়ারি বিপিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর মো. জাহিদ হোসাইন ও সেক্রেটারি জেনারেল প্রফেসর মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেয়া হয়। বিপিএ চট্টগ্রাম শাখার নতুন কমিটিতে প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ সভাপতি ও প্রফেসর ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. বাসনা মুহুরী, প্রফেসর দিদারুল আলম ও প্রফেসর একেএম রেজাউল করিম। প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী ট্রেজারার এবং ডা. সনত কুমার বড়ুয়া জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে ডা. ফাহিম হাসান রেজা, সাইয়েন্টিফিক সেক্রেটারি হিসেবে ডা. মো. মারুফুল কাদের, অফিস সেক্রেটারি হিসেবে ডা. ধীমান চৌধুরী, কালচারাল অ্যান্ড সোস্যাল ওয়েলফার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ডা. জেবীন চৌধুরী। এছাড়া ডা. সুভাষ চন্দ্র সূত্রধর, ডা. অরুপ দত্ত বাপ্পী, ডা. আবুল কালাম আজাদ, ডা. রাশেদা সামাদ, ডা. বিধান রায় চৌধুরী, ডা. মুসলেহ উদ্দিন সবুজ, ডা. প্রণব মল্লিক, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. সুশান্ত বড়ুয়া ও ডা. মো. শাহ আলম কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। অনুমোদনের পর ৫ ফেব্রুয়ারি এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। তাছাড়া আগামী মে মাসের শুরুতে কমিটির অভিষেক ও মিলন মেলা আয়োজনের পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।