সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়ন শিপের ফাইনাল খেলার দুয়ার খোলা তিন দলের সামনে। পয়েন্ট টেবিলে বাংলাদেশ দ্বিতীয় স্থানে। শীর্ষে ভারত এবং তৃতীয় স্থানে নেপাল। তবে শেষ ম্যাচের প্রতিপক্ষের বিবেচনায় ভারত ও নেপালের চেয়ে এগিয়ে বাংলাদেশ।
কোচ গোলাম রব্বানী ছোটনও মানছেন তা। তবে ড্র যথেষ্ট হলেও তার মনোযোগ পুরো ৩ পয়েন্ট পাওয়ার দিকে। কমলাপুর স্টেডিয়ামে আজ মঙ্গলবার রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের। একই দিন লড়বে ভারত ও নেপাল। দুই রাউন্ড শেষে ভারত ও বাংলাদেশের পয়েন্ট ৪ করে। গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে ভারত। ৩ পয়েন্ট নেপালের। টানা দুই হারে এরই মধ্যে ছিটকে গেছে টুর্নামেন্টের সবচেয়ে ‘দুর্বল’ দল ভুটান। রাউন্ড রবিন লিগে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল আগামী ৯ ফেব্রুয়ারির ফাইনালে মুখোমুখি হবে।