বাঁশখালীর ঋষিধামে প্রতি ৩ বছর পর অনুষ্ঠিত হয় দেশের একমাত্র আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা গতকাল সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তের এ মেলাকে ঘিরে বাঁশখালীর কালীপুরের ঋষিধাম প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে পড়ে।
মেলা উপলক্ষে বাঁশখালীর মূল সড়কে সকাল থেকে দীর্ঘ যানজট ছিল। ভক্তদের দীর্ঘ পথ পায়ে হেটে কুম্ভমেলার মূল মন্দিরে যেতে হয়েছে। কুম্ভমেলাকে ঘিরে শেষদিনের কর্মসূচিতে ছিল বিশ্বকল্যাণে ভুবনমঙ্গল গীতাযজ্ঞ এবং সমাগত ঋষি তপস্বী, সাধু সন্ন্যাসী, বৈঞ্চব ও ভক্তবৃন্দের পদরজ : গ্রহন। মাঙ্গলিক এসব অনুষ্ঠানের পৌরোহিত্য করেন ঋষিধাম ও তুলশীধামের মোহন্ত স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। অতিথি মহারাজ হিসেবে উপস্থিত ছিলেন ভারত নির্বাণপীঠাদীশ্বর আচার্য্য মহামণ্ডলেশ্বর রাজগুরু শ্রীমৎ স্বামী বিশোকানন্দ ভারতীজী বিশ্ব পরিব্রাজক ব্রহ্মচারী মুরাল, নীলমণি মহারাজজী, দিবাকর চৈতন্যজী মহারাজ, সঞ্জয় গোঁসাইজি মহারাজ, মোহন্ত মহারাজ, স্বামী অজয়ানন্দ পুরী মহারাজ, রামজী মহারাজ, শ্যাম সুন্দর দাস ও স্বামী স্বরুপানন্দ মহারাজ। এছাড়াও এতে দেশ–বিদেশের বিভিন্ন মঠ মন্দির থেকে আগত প্রায় কয়েক হাজার সাধু, সন্ত, মোহন্ত, সন্ন্যাসী মহারাজবৃন্দরা অংশগ্রহণ করেন।