কাপ্তাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে ৪১ বিজিবি কর্তৃক আয়োজিত মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল রোববার ম্যাডিসন স্কোয়ার মঞ্চে চিৎমরম ৩২৩ মৌজার তত্ত্বাবধানে মারমা সমপ্রদায় তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শিল্পীরা মারমা সমপ্রদায়ের প্রায় হারিয়ে যাওয়া বা বিলুপ্ত হওয়া সাংস্কৃতিক ঐতিহ্য মারমা সমপ্রদায়ের জীবন ধারা, মারমাদের ঐতিহ্যবাহী লুই নৃত্য, ছাতা নৃত্য, ময়ুর নৃত্য, পাখা নৃত্য ইত্যাদি পরিবেশন করে।

এতে প্রধান অতিথি ছিলেন ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মং, ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, উপজেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক ঝুলন দত্ত, হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী এবং কাপ্তাই মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক কাজী মোশাররফ হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে মারমা সমপ্রদায়ের তরুণীরা দলীয়, দ্বৈত এবং একক নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ঝুলন দত্ত। প্রধান অতিথি বলেন, কাপ্তাই উপজেলায় ৬টি মৌজায় বসবাসকারি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিক, কৃষ্টি, ভাষা এবং ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে মৌজা ভিত্তিক এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার ৬টি মৌজার প্রতেকটি মৌজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা নিজস্ব ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এই আয়োজনে সকল মৌজার হেডম্যান এবং শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সার্বিক সহযোগিতা করায় তিনি তাদের ধন্যবাদ জানান। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি যাতে হারিয়ে না যায় সেই লক্ষ্যকে সামনে রেখে মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭.৬০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবাঁশখালী ভূমি অফিস থেকে ৩ দালাল আটক