যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, বিমানবাহিনীর যুদ্ধবিমান দিয়ে দেশটির আকাশসীমায় উড়তে থাকা চীনের বেলুন গুলি করে ভূপাতিত করা হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা উপকূলে বেলুনটি ভূপাতিত করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, শনিবার দেশটির উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা উপকূলে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে উপকূলীয় তিনটি বিমানবন্দর বন্ধ করে রাখা হয়।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ভিডিওতে দেখা গেছে, একটি ছোট বিস্ফোরণের পর বেলুনটি সমুদ্রে পড়ে গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহজনক চীনা গোয়েন্দা বেলুন শনাক্তের পর আসন্ন চীন সফর বাতিল করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। চীনের এমন কার্যক্রম ‘অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন ওড়ানোকে তাদের ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ হিসেবেও উল্লেখ করেছেন তিনি।