শিল্পকলায় চেখভের নানা রঙের দিন ও শরতের মেঘ

প্রতিনিধি নাট্যোৎসবের ৫ম দিন

| বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৪৪ পূর্বাহ্ণ

প্রতিনিধি নাট্যোৎসবের ৫ম দিনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয় দুইটি নাটক ‘নানা রঙের দিন’ এবং ‘শরতের মেঘ’। আন্তন চেখভের মূল নাটক ‘সোয়ান সং’ অবলম্বনে ‘নানা রঙের দিন’ এবং ‘দ্য বিয়ার’ অবলম্বনে ‘শরতের মেঘ’। নাটক দুটির রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ‘নানা রঙের দিন’এ একজন শিল্পীর সামাজিক মূল্যায়ন এবং ‘শরতের মেঘ’ নাটকটিতে নারীপুরুষের চিরন্তন প্রেমের গল্প মূর্ত হয়েছে। নাটক তিনটিতে অভিনয় করছেন গাজী রাকায়েত, গৌতম রায়, শাহরিয়ার মিথুন, সুবর্ণা সাঈদ এবং আখন্দ জাহিদ।

নাটকের আগে বিকেলে উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে কালার্স একাডেমি ও স্কুল অফ ওরিয়েন্টাল ডান্স এবং সঙ্গীত পরিবেশন করেন রঞ্জন চৌধুরী। এসময় উৎসব ঘোষণাপত্র পাঠ করেন প্রতিনিধির নাট্যকর্মী জয়শ্রী সরকার।

সপ্তাহব্যাপী এ নাট্যোৎসবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত উৎসবে প্রতিদিন বিকেল ৫টা থেকে মুক্তমঞ্চে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মিলনায়তনে ঢাকার আমন্ত্রিত দলের নাটক মঞ্চস্থ হবে সন্ধ্যা ৭টায় আজ ১ ফেব্রুয়ারি বীরাঙ্গনার বয়ান (শব্দ নাট্যচর্চা কেন্দ্র) ও সীতার অগ্নিপরীক্ষা (সাধনা, ঢাকা) এবং আগামীকাল বৃহস্পতিবার পুণ্যাহ (নাট্যকেন্দ্র, ঢাকা)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্রেলার প্রকাশ পেল ‘কথা দিলাম’ সিনেমার
পরবর্তী নিবন্ধমহানগরী স্কুল হ্যান্ডবল লিগে এন্ট্রির সময় বৃদ্ধি