দরসুল কোরআন মাহফিল ১১ ও ১২ ফেব্রুয়ারি

| শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের (একেএমবি) ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ২০তম পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিল সফলকল্পে গতকাল শুক্রকার সন্ধ্যা ৫টায় চেরাগি পাহাড় সালমা ভবনস্থ কার্যালয়ে মাহফিল প্রস্তুতি কমিটির সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে ও সচিব মাওলানা এ এম মঈনউদ্দিন চৌধুরী হালিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন একেএমবি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ জসিম উদ্দিন, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদিন জুবাইর, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, সচিব স ম হামেদ হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, খান এ সবুর, এস এম আবদুল করিম তারেক, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাস্টার মুহাম্মদ আনোয়ারুল আজিম, অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ, মুহাম্মদ আলম রাজু, মুহাম্মদ শাহেদ আলী, মুহাম্মদ আবদুর রহিম তৈয়বী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাসুলের (সা.) অবমাননার প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি
পরবর্তী নিবন্ধসারা জীবন সাম্যের স্বপ্ন বুকে নিয়ে কাজ করেছেন উজ্জ্বল শিকদার