রাসুলের (সা.) অবমাননার প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি

ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

| শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

ভারতীয় জনতা পার্টি নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদকে (সা.) কটূক্তির প্রতিবাদে চলমান সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গতকাল শুক্রবার বাদে জুমা জমিয়তুল ফালাহ মসজিদের সামনে ওয়াসা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি আবুল কাশেম মাতাব্বর, নগর জয়েন্ট সেক্রেটারি মীর আহমদ, জাতীয় ওলামামাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল কবির ভূঁইয়া, নগর উপদেষ্টা মাওলানা মুসলেহ উদ্দিন, চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি তানভীর হোসেন প্রমুখ।

ওয়াসা চত্বর থেকে একটি মিছিল লালখানবাজার হয়ে জিইসির মোড় গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদপুর মাদ্‌রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধদরসুল কোরআন মাহফিল ১১ ও ১২ ফেব্রুয়ারি