চাঁদপুর মাদ্‌রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর চাঁদপুর কিউএইচআরডিইউ আলিম মাদ্‌রাসার পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান মাদ্‌রাসা গভর্নিং বডির উদ্যোগে মাদ্‌রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমদের সভাপতিত্বে মাদ্‌রাসা মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্‌রাসা গভর্নিং বডির সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম। মাদ্‌রাসার শিক্ষক জানেউল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর বেলগাঁও চা বাগানের ম্যানেজার মোহাম্মদ আবুল বাশার ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির উদ্দীন ময়ুর, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ উপজেলা সহকারী কৃষি অফিসার মিজবাউল হক, চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি নুরুল হোসেন লিটু, মাদ্‌রাসার উপঅধ্যক্ষ মাওলানা আবু নাছের, বক্তব্য রাখেন মাদ্‌রাসার শিক্ষক মাওলানা মহিউদ্দীন, ডা. কাজী কলিম উদ্দীন, ছৈয়দুল হক, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ জসীম উদ্দীন ও আফরোজা এরিন মেরি প্রমুখ। পরে বিদায়ী পরীক্ষার্থীদের জন্য সভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্‌রাসার শিক্ষক মাওলানা নুর মোহাম্মদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধরাসুলের (সা.) অবমাননার প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি