নগরের শাহ আমানত সেতু সংযোগ সড়কের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় দায়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা–কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।