দেশের উন্নয়নে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে

বাঁশখালীতে কুম্ভ মেলায় ধর্ম প্রতিমন্ত্রী

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:২৭ পূর্বাহ্ণ

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, এদেশের স্বাধীনতা সংগ্রামে মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান সবাই রক্ত দিয়েছে, সবার ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। আমরা সবাই বাঙালি। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশের স্বপ্ন দেখেছেন, সে স্বপ্ন বাস্তবায়ন করছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে জামাত বিএনপি এক সাথে ৬৪ জেলায় হামলা চালিয়ে দেশকে পঙ্গু করতে চেয়েছিল, আজ সে দেশ আধুনিক বাংলাদেশে পরিণত হয়েছে। দেশের উন্নয়নে জনগণের স্বার্থে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে, তবেই এদেশ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। তিনি গতকাল মঙ্গলবার বিকালে বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার ধর্মালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার ৫ম দিনে সকালে ধর্মীয় কার্যাদি পালন করা হয়। আলোচনা সভা কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় আশীর্বাদক ছিলেন বাঁশখালীর ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানে অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত কুমার পাল, পূজা উদযাপন পরিষদের ঢাকা মহানগরের সভাপতি মনিন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, দক্ষিন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, শ্যামল কান্তি দাশ, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, মোজাম্মেল হক সিকদার, কুম্ভমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশ, সমন্বয়ক তাপস কুমার নন্দী, তড়িৎ কুমার গুহ, লায়ন সন্তোষ কুমার নন্দী, শহীদুল হক, পরাগ দত্ত, প্রদীপ কুমার গুহ, ঝন্টু কুমার দাশ, ছোটন গুহ, মিন্টু চৌধুরী, অমিত চক্রবর্তী, স্বদেশ পাল, সুব্রত দেব, টিটন পাল, টিটন শীল, নির্মল শীল, রুপন গুহ, শুভজিৎ দাশ প্রমুখ। বিভাস গুহ ও সুজন করের মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ আজ আধুনিক বিশ্বের রোল মডেল হিসাবে পরিচিত পাচ্ছে তা বিরোধীদের পছন্দ হচ্ছে না। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলে দেশের মানুষ শান্তিতে আছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও বাঁশখালীর মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, শ্যামল দাশ, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চেয়ারম্যান কফিল উদ্দিন, পৌরসভার মেয়র এসএম তোফাইল বিন হোছাইন, মোজাম্মেল হক সিকদার, চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, শামসুল আলম ছিদ্দিকী, আমান উল্লাহ চৌধুরী, মো. হামিদ উল্লাহ, মাওলানা আকতার হোছাইন, মো. নাঈম উদ্দিন মাহফুজ, ইমরুল হক চৌধুরী ফাহিম প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধইউসিবি পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হলেন আলমগীর কবির
পরবর্তী নিবন্ধকবি মাহবুব উল আলমের নামে নামকরণ ও ফলক উন্মোচন আজ