ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) কর্তৃপক্ষের উদ্যোগে গত রোববার ইউএসটিসি ক্যাম্পাসে ক্যারিয়ার ফেয়ার–২০২৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাহফুজুল হক শাহ, সাবেক পরিচালক, চিটাগাং চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
প্রধান অতিথি বলেন, ইউএসটিসি শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে কর্মজীবনে নিজেকে নিয়োজিত রাখতে পারে সেভাবে নিজেকে গড়ে তুলে। তিনি আরো বলেন, এই ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থী এবং নিয়োগকারীদের মধ্যে একটি সম্পর্ক স্থাপনের সুযোগ করে দিবে।
সভাপতির বক্তব্যে ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ইউএসটিসি ক্যাম্পাসে এই ধরনের ক্যারিয়ার ফেয়ার আয়োজনের মাধ্যমে অনার্স ও মাস্টার্স শেষ করা শিক্ষার্থীরা তাদের সিভি ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানিগুলোতে সাবমিট করার সুযোগ পাবে এবং শিক্ষার্থীরা পড়াশোনার মাধ্যমে নিজেকে যোগ্য প্রমাণ করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএসটিসির বেসিক মেডিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. নুরুল আবছার, ফ্যাকাল্টি অব স্যোসাল সায়েন্স এন্ড হিউমেনেটিজের ডিন ড. গুরুপদ চক্রবর্তী, স্টুডেন্টস ওয়েলফেয়ার এডভাইজরি কমিঠির উপদেষ্ঠা এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ড. শাহাবুদ্দিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। প্রেস বিজ্ঞপ্তি।












