রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে

কৃষকদলের প্রস্তুতি সভায় ডা. শাহাদাত

| বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সারা দেশের জনগণ আজ জেগে উঠেছে। অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলন শুরু হয়েছে যখন থেকে দুই দুইবার ভোট ব্যবস্থাকে ধ্বংস করে বেআইনিভাবে জোর করে তারা ক্ষমতা দখল করেছে। আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের এখন পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে রাষ্ট্রক্ষমতায় থাকতে হচ্ছে। এই সরকারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সব দল একমত হয়েছে। তারা ১০ দফা কর্মসূচির মাধ্যমে এই আন্দোলন সফল করবে। তাই অবিলম্বে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

গতকাল মঙ্গলবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে আগামী শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর কৃষকদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ইতোমধ্যে বিএনপি সরকারের পতনের জন্য দশ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা ঘোষণা করেছেন। এসব দাবি আদায়ের লক্ষ্যে চলমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। তিনি আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় জনসমাবেশ সফল করতে কৃষকদলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব কামাল পাশা নিজামীর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, মো. কামরুল ইসলাম, মনজুর রহমান চৌধুরী, রবিউল হাসান পলাশ, বদিউল আলম বদরুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষের কল্যাণে কাজ করে গেছেন জাফর আহমদ চৌধুরী
পরবর্তী নিবন্ধমহীবুল আজিজ ও এলিজাবেথ আরিফা পাচ্ছেন ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার