কর্ণফুলী হারালো শতদল জুনিয়রকে

প্রথম বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫২ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে কর্ণফুলী ক্লাব। মহিলা কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত খেলায় কর্ণফুলী ক্লাব ২৯ রানে শতদল জুনিয়র ক্লাবকে পরাজিত করে। টসে জিতে কর্ণফুলী প্রথমে ব্যাট করে। ৩৫.৪ ওভার খেলে ১১০ রান সংগ্রহ করে তারা সবাই আউট হয়ে যায়।

দলের হয়ে সর্বোচ্চ রান তোলেন মাহবুবু আলম। ৪০ বল খেলে ৪৩ রান সংগ্রহ করেন তিনি। এছাড়া ইসলামুল আহসান আবির ৪০ রান করেন। বাকিদের কেউই দ্বিঅংকের ঘরে পা রাখতে পারেননি। অতিরিক্ত রান হয় ১৩।

শতদল জুনিয়রের আশিকুর রহমান ৩টি এবং শাফিয়াত ইসলাম ২টি উইকেট লাভ করেন। জবাবে শতদল জুনিয়র ৩৩ ওভার খেলে মাত্র ৮১ রানে অল আউট হয়ে যান। দলের হয়ে সাজেদুর রহমান ৩২,আবরার আনান মাহি ১৯ এবং আশিকুর রহমান ১৫ রান করেন। কর্ণফুলী ক্লাবের শাহি আদনান ৪টি রাকিবুল ইসলাম ৩টি উইকেট লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয় পেল ব্রাদার্স ইউনিয়ন