চিটাগাং কিন্ডারগার্টেন এবং হাজেরা–তজু স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চিটাগাং কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াছমিন এবং হাজেরা–তজু স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এস এম ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী, শিক্ষা প্রতিষ্ঠান এবং নুরুল ইসলাম শিক্ষা সমন্বয়ের প্রতিষ্ঠাতা ,সানোয়ারা ইসলাম ট্রাস্ট বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি নুরুল ইসলাম বি এস সি। বিশেষ অতিথি ছিলেন সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজ ও সানোয়ারা ইসলাম ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান সানোয়ারা ইসলাম এবং দাতা সদস্য, হাজেরা–তজু স্কুল এন্ড কলেজ এবং চিটাগাং কিন্ডারগার্টেনের বিদ্যালয় পরিচালনা পর্যদের সদস্য ফাহিমা আন্্ওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান,প্রতিষ্ঠাতা ও সভাপতি, চিটাগাং কিন্ডারগার্টেন এবং হাজেরা–তজু স্কুল এন্ড কলেজ।
পরে দুই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিটাগাং কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক সানজিদা সালেহীন এবং হাজেরা–তজু স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জিনাত ফেরদৌস।