চট্টগ্রাম কলেজ : চট্টগ্রাম কলেজের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের শ্রেণীকার্যের উদ্বোধন অনুষ্ঠান গতকাল শনিবার কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন, উপাধ্যক্ষ সুব্রত বিকাশ বড়ুয়া। উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সুভাষ কান্তি নাথ। ওরিয়েন্টশন প্রোগামের সার্বিক শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন রোভার সম্পাদক মো. কামাল উদ্দীন, শারীরিক শিক্ষক মো. শাহজালাল উদ্দীন। শুরুতে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত অংশগ্রহণ করেন। সকল শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান কলেজ অধ্যক্ষ।
দারুল উলূম কামিল মাদরাসা : মাদরাসা শিক্ষাকে মূল ধারার শিক্ষার সাথে সংযুক্তি প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দারুল উলূম কামিল মাদরাসা গর্ভনিং বডির সভাপতি ও চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার মাদরাসায় আলিম ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা শেষে বুখারী শরীফ এবং হাদীস শরীফ দরস দেন প্রধান মুহাদ্দিস মও. আহমদুর রহমান নদভী। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মও. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক অধ্যক্ষ ড. এটিএম তাহের, আরবি প্রভাষক মও. মুনির উদ্দিন, মো. ফরিদ উদ্দিন, মও. মাহবুবুর রহমান, মো. রফিকুল ইসলাম প্রমূখ।
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ : কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথের সভাপতিত্বে অডিটোরিয়মে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সৈয়দা রাজিয়া মোস্তফা মাইজভাণ্ডারী। এতে বিশেষ অতিথি ছিলেন শাহনেওয়াজ হোসাইন চৌধুরী, এস এম মহিন উদ্দীন। জাতীয় সংগীত পরিবেশন করার মাধ্যমে সভা শুরু হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন, উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, অধ্যাপক মানিক চন্দ্র নাথ, অধ্যাপক শিখা দাশ, অধ্যাপক মো. আজিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রভাষক সুললিত কান্তি দে। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উম্মুল খায়ের তানহা, গীতা পাঠ করেন লিজা শীল, ত্রিপিটক পাঠ করেন প্রীতি বড়ুয়া।
হাজেরা–তজু ডিগ্রী কলেজ: হাজেরা–তজু ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির প্রতিনিধি সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান। বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কুতুব উদ্দীন, কনসালটেন্ট অধ্যক্ষ এ কে.এম.ইছমাইল। উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রফেসর মোহাম্মদ ইদ্রিছ, গভর্নিং বডির সাবেক সদস্য মো. মফিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে এবং নতুন প্রজন্মের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ও সচেতন হতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাধ্যক্ষ এস.এম.আইয়ুব। সামগ্রিক দায়িত্ব ছিলেন অধ্যাপক মো. আনোয়ার হোসেন।
ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি : ডা. ফজলুল–হাজেরা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ছাত্র–ছাত্রীদের ওরিয়েন্টেশন গতকাল বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ স্বপন কুমার নাথের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিরীন আক্তার বেগম। বক্তব্য রাখেন অধ্যাপক মনোজ কুমার দেব, অধ্যাপক শামীমা আফরোজ। কলেজের অধ্যক্ষ নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সকল ছাত্র–ছাত্রীদেরকে দিক নির্দেশনা দেন।
শোভনদন্ডী ডিগ্রি কলেজ: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম বলেছেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে সমাজ ও দেশের সেবা করতে হবে। গতকাল বুধবার পটিয়ার শোভনদন্ডী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজ গভর্নিং বডির সভাপতি মফজল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক আরিফ উল্লাহ, গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, অভিভাবক সদস্য সানাউল্লাহ ভুট্টো, শিক্ষা উপ–কমিটির সদস্য সাংবাদিক মো. আইয়ুব আলী। অধ্যাপক মোশাররফ হোসাইন ফারুকীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. হামিদ হোসাইন, অধ্যাপক বিধান চক্রবর্তী, অধ্যাপিকা ফারজানা করিম, শিক্ষার্থী আহমেদুল হক রাসেল, আসমাউল হুসনা, সানজিদা সুলতানা প্রমুখ। পরে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।












