চট্টগ্রাম কলেজ ১৯৯০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ ১৯৯০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান গত ২০ জানুয়ারি, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক সিকদার। তিনি বলেন, এ ধরনের পুনর্মিলনী ব্যাচের ছাত্রছাত্রী ও পারিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরো বৃদ্ধি করবে। আরিফ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন শিল্পী হাসান জাহাঙ্গীর।

অনুষ্ঠানে শিশুকিশোর ও মহিলাদের জন্য খেলাধূলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মুন্না চৌধুরী, শেখ জাহিদ মোস্তাক আহমেদ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরল করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঋষিকুম্ভ মেলায় আন্তর্জাতিক ঋষি সম্মেলন ও পুণ্যস্নান
পরবর্তী নিবন্ধইউসিটিসিতে আইকিউএসির ১৬তম সভা