পটিয়ায় মাতৃমৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোহাম্মদ আবুল কালাম। বর্তমান সরকার গর্ভকালিন মাতৃমৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনা স্বাস্থ্যবিভাগে নানা প্রকার সুযোগ সুবিধাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, সচেতনতা ও পূর্ব থেকে মায়েদের প্রতি যথাযথ যত্ম ও পরিচর্যার অভাবে প্রসবকালিন অনেক মায়েরা মৃত্যুর মুখে পতিত হয়। অথচ সঠিক ও সময়মত গর্ভকালিন মায়েদের পরিচর্যা ও ওষুধপত্র সেবন করলে প্রসবকালিন মাতৃ মৃত্যু শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব।গতকাল বুধবার পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় ফ্যামেলি প্ল্যানিং ও হেলথ কর্মরত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সাথে এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, ইউএইচএফপিও ডা. সুপর্ণা দে সহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারীবৃন্দ।












