পুরোহিতকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কৈবল্যধাম মন্দিরের প্রধান পুরোহিতকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। গতকাল বুধবার বিকেলে কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে আজাদীকে জানিয়েছেন, গত সোমবার রাতে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা থেকে ক্লিনটন ঘোষ (২৯) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নগরীর কৈবল্যধাম মন্দিরের প্রধান পুরোহিত (মোহন্ত) কালীপদ ভট্টাচার্য্য ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ক্লিনটনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।

ট্রাস্টি বোর্ডের সদস্য প্রদীপ কুমার দত্ত বাদী হয়ে ২০২১ সালের ৭ জুলাই নগরীর আকবর শাহ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছিলেন বলে জানান তিনি। এডিসি আসিফ মহিউদ্দীন জানিয়েছেন, ওই মামলায় ক্লিনটনকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন জব্দ করা হয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার দেওয়া আপত্তিকর পোস্টগুলোর সত্যতা পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে সহোদর খুনের প্রধান আসামি বড় ভাই কক্সবাজারে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএক লাখ ঘনফুট বালু জব্দ, দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা