কক্সবাজারের টেকনাফে এক স্কুল ছাত্রীকে টমটম থামিয়ে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
রিপা আক্তার (১৪) নামের ওই ছাত্রী টেকনাফ সরকারি এজাহার বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ে এবং টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড নাইট্যং পাড়ার আবুল হাসেমের মেয়ে।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার সময় পৌরসভা এলাকার ১নং ওয়ার্ডের কাউন্সিলর কালুর বাড়ির সামনে প্রধান সড়কের উপর। এ বিষয়ে রিপা’র মা আনোয়ারা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী বলেন, “আমার মেয়ে নিজ বাড়ি থেকে স্কুলে আসা-যাওয়া করার সময় টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড, পুরান পল্লান পাড়া বৈদ্যঘোনা পাহাড়ের পাশের আবুল কালামের ছেলে রিদুয়ান (১৮) প্রতিদিন তাকে বিভিন্ন ধরনের উশৃঙ্খল কথাবার্তা বলে এবং অবৈধ প্রেমের প্রস্তাবসহ ইভটিজিং ও হয়রানি করে থাকে।”
তিনি বলেন, “এতে আমার মেয়ে উক্ত যুবকের এহেন প্রস্তাবে অনিহা প্রকাশ করে এবং বাধা প্রদান করে। আমার মেয়ের কোনো বাধা না মেনে উল্টো আমার মেয়েকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে রিদুয়ান। সেই ধারাবাহিকতায় আজ বুধবার বিকাল আনুমানিক ৪টার সময় আমার মেয়ে স্কুল ছুটির পর নিজ বসতবাড়িতে টমটম গাড়ি নিয়ে আসার সময় পৌরসভাস্থ নাইট্যং পাড়া এলাকায় কাউন্সিলর কালুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর রিদুয়ান তার টমটমটির গতিরোধ করে। আমার মেয়েকে জোরপূর্বক টমটম থেকে নামিয়ে নিতে চাইলে বাধা প্রদান করে সে। এতে উক্ত যুবক ক্ষিপ্ত হয়ে আমার মেয়ে রিপা আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে জখম করে।”
রিপা’র মা আনোয়ারা আরো বলেন, “শুধু তাই নয় আমার মেয়েকে টমটম থেকে জোরপূর্বক নামানোর জন্য মাথার চুল ধরে টানা হেঁচড়া করে গাড়িতে ধাক্কা দিলে মাথার কপাল ফেটে রক্তাক্ত আহত হয় সে। এসময় রিপা’র কাছে থাকা ৭ আনা ওজনের স্বর্ণের গলার চেইন কেড়ে নিয়ে যায় রিদুয়ান। চলে যাওয়ার সময় এই বলে হুমকি দেয় যে ঘটনার বিষয়ে থানায় অভিযোগ/মামলা করলে আমার মেয়েকে ও আমাদেরকে ক্ষতি করবে।”
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবদুল হালিম বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পরপরই এই ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”