লোহাগাড়ার চুনতিতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কায়সার হামিদ (২২) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কায়সার হামিদ কক্সবাজারের রামু থানার চাকমারকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শ্রীমুরা এলাকার মৃত আবদুল জলিলের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়িতে তল্লাশি করা হয়। এ সময় কায়সার হামিদের শরীরে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো পাওয়া যায় যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেফতার পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।