দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি নগরীতে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর নির্বিচারে গুলিতে আটজন নিহত এবং চারজন আহত হয়েছে। রোববার বিকালে হামলা হয়। পুলিশ জানিয়েছে, জিকেবারহা নগরীর কাওয়াজাখলের একটি বাড়িতে জন্মদিনের পার্টি চলার সময় অজ্ঞাত পরিচয় দুই বন্দুকধারী সেখানে ঢোকে এবং নাচে–গানে মশগুল অতিথিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। বিবিসি জানায়, ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে হামলাকারীদের খোঁজ চলছে। পুলিশ হতাহতদের পরিচয় জানায়নি। তবে বলেছে, তাদের মধ্যে রয়েছেন বাড়ির মালিক। খবর বিডিনিউজের।
ইস্টার্ন কেপ প্রদেশের পুলিশ কমিশনার নমথেথেলেলি লিলিয়ান মেনে বলেন, অপরাধীরা এই মানুষগুলোকে হত্যা করেছে। আমরা কী ঘটেছে এবং কারা এই ঠান্ডা মাথার হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খুঁজে বের না করে বিশ্রাম নেব না। সোমবার পুলিশ মন্ত্রী এবং জাতীয় পুলিশ কমিশনারের জিকেবারহা সফরের কথা রয়েছে।
বিশ্বে বন্দুক অপরাধের হার যেসব দেশে সবচেয়ে বেশি, তার মধ্যে দক্ষিণ আফ্রিকা একটি। তবে দেশটিতে এমন নির্বিচারে গুলির ঘটনা সচরাচর ঘটে না। গত বছর দেশটিতে আলাদা আলাদা কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ২০ জন। সেই গুলির ঘটনাগুলো এখনও তদন্তনাধীন।