আজ মঙ্গলবার বিকেল ৫টায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী রোডস্থ দোস্ত বিল্ডিং চত্বরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুদ্ধকালীন বিএলএফ গ্রুপ কমান্ডার শওকত হাফিজ খান রুশ্নির ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাইনুদ্দীন, মহিউদ্দিন আহমেদ রাশেদ, জাহাঙ্গীর চৌধুরী সিএনসি, আবুল কাশেম চিশতি, ফজল আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দীন ও পংকজ দস্তিদার সহ বরেণ্য ব্যক্তিবর্গ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড আয়োজিত আলোচনা সভায় সকলকে যোগদান করার জন্য সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিছ আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












