চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের সামনে পূর্ব শত্রুতার জের ধরে মো. সাইফুল ইসলাম (২২) নামে চকবাজার থানা ছাত্রলীগের এক কর্মীকে ধামা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে নগর ছাত্রলীগের অপর গ্রুপের ছেলেরা।
আশংকাজনক অবস্থায় সাইফুল এখন চট্টগ্রাম মেডিকেলের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে বলে পাঁচলাইশ থানায় দায়ের করা মামলা থেকে জানা গেছে। গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
এই ব্যাপারে পাঁচলাইশ থানায় ইমন, রাবউল ইসলাম এবং জিতুসহ আরো ২/৩জনকে অজ্ঞাত আসামী করে মামলা হয়েছে বলে জানা গেছে।












