আনোয়ারায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা চালিয়ে ভুক্তভোগীর ভাইকে আহত করেছে বখাটেরা। গত রোববার বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মো. সাউদ রহমান আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সাইমন চৌধুরী, মো. রিয়াদ ও মো. আংকু। আহত মো. সাউদ রহমান বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কৈনপুরা উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের সময় ছাত্রীদের নানান কৌশলে উত্ত্যক্ত করে আসছিলো। গত রোববার উত্ত্যক্তকারীরা আমার বোনকে একা পেয়ে অশ্লীল কথা বলে।
আমি এ ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্ত উত্ত্যক্তকারীরা হামলা চালিয়ে আমাকে আহত করে। এ বিষয়ে আমি আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করি। কিন্তু বর্তমানে অভিযুক্তদের হুমকিতে আমার বোনের নিরাপত্তা নিয়ে আতংকে আছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি, এ ঘটনায় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।












