মীরসরাই উপজেলার ৯ নং মীরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়ায় রেললাইনের উত্তর পাশে পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। গত রোববার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।তিনি জানান, সরেজমিনে গিয়ে দেখা যায়– মীরসরাইয়ের সদর ইউনিয়ন এলাকায় পাহাড় কেটে সেখান থেকে মাটি নিয়ে এফবিবিআই নামক ব্রিক ফিল্ডে নেওয়া হচ্ছে।
উক্ত ব্রিক ফিল্ডকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাটি পরিবহনের সুবিধার্থে রেলে লাইনের উপর বালু, পাথর, মাটির বস্তা দিয়ে রাস্তা তৈরি করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেললাইনের উপর থেকে সবকিছু সরিয়ে রেললাইন ঝুঁকিমুক্ত করেন।
তিনি বলেন, এই রেললাইন দিয়ে ঢাকা–চট্টগ্রামের ট্রেনসহ মালবাহী ট্রেন যাতায়াত করে। রাস্তা তৈরির কারণে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো। ফসলি জমি রক্ষায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।












