স্কুলের সামনে অ্যাম্বুলেন্স চাপায় শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাসাপ্রু মারমা () স্কুলের সামনেই অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছে।

গতকাল সোমবার সকালে চট্টগ্রামখাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের চাপায় গুরুতর আহত হয় মাসাপ্রু। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, স্কুলে আসার সময় চট্টগ্রামখাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের নিচে পরে যায় মাসাপ্রু। এতে গুরুতর আহত হলে তাকে দ্রুত উপজেলা হাসপাতালে আনলে চিকিৎসক ডা. মহিউদ্দিন মৃত ঘোষণা করেন। লাশবাহী অ্যাম্বলেন্সটির চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে থানার উপপরিদর্শক মো. আওলাদ হোসেন হাসপাতালে আসেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন করেন। এ সময় তিনি জানান, লাশের অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া নিবে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রথম সফল বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট
পরবর্তী নিবন্ধপাকিস্তানে মসজিদে বোমা হামলা নিহত ৫৯, আহত ১৫৭