বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখার সভাপতি আলহাজ্ব মোরশেদুল আলম কাদেরী বলেছেন, নাটাব দীর্ঘ পথ চলায় চট্টগ্রামে যক্ষ্মা রোগীদের সেবা দিয়ে আসছে। বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের দোর গোড়ায় পৌঁছানোর যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়িত করতে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে হবে। যক্ষ্মামুক্ত দেশ গড়ার লক্ষে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। গত ২৮শে জানুয়ারি সকাল ১০টা নাটাবের নিজস্ব ভবনে কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিগত সভার কার্যবিবরণী পাঠ, অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান–২০২২ এর যাবতীয় আয়–ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন এবং সভায় সকলের সম্মতিতে প্রস্তাবগুলো গৃহীত হয়।
সাধারণ সম্পাদক সভার শুরুতে নাটাবের কার্যকরি কমিটির সাবেক নির্বাহী সদস্য আলহাজ্ব এম.এন আবছার নুর ও সদ্য প্রয়াত নাটাবের আজীবন সদস্য ও সিডিএ সাবেক সচিব মিয়া ইফতেখার আনোয়ারের মৃত্যুতে শোক প্রস্তাব আনেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি আলহাজ্ব এম এ সবুর, টেলিকনফারেন্সে সভায় যোগদান করেন সিভিও পেট্রোক্যামিক্যাল রিফাইনারী লি. এর চেয়ারম্যান ও নির্বাহী সদস্য শামসুল আলম শামীম, কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন, সদস্য মো. আতিকুর রহমান, শহীদুল আলম চৌধুরী, মো. মুজিব সম্রাট, জসিমুল আনোয়ার খান, মোহাম্মদ শাহজাহান, মোরশেদ আহসান খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।