চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, সমন্বয় ও কার্যকরী পরিষদের এক যৌথ সভা গত শনিবার চট্টগ্রাম কলেজস্থ রেড বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যৌথ সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল বশর ভূইয়া। পরিষদের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ সভায় সিদ্ধান্ত হয়, আগামী পহেলা ফেব্রুয়ারি তারিখ থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পুনর্মিলন ২০২৩ অনুষ্ঠানের জন্য নিবন্ধন কার্যক্রম চলতে থাকবে এবং আগামী ২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় চট্টগ্রাম কলেজস্থ শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও রেড বিল্ডিংস্থ কার্যালয়ে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
যৌথ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা মো. জয়নাল আবেদীন চৌধুরী, মো. ইউনুস উদ্দিন, প্রফেসর ড. ওমর ফারুক নিয়াজী, শাহিদা আক্তার জাহান, অধ্যাপক ফরিদ আহমেদ, মো. একরাম হোসেন, হারুন গফুর ভূইয়া, এডভোকেট আবু নাসের চৌধুরী, ইকবাল হায়দার, লায়ন মো. আব্দুল কাইয়ুম, কাজী মো. আব্দুল হাই, অধ্যাপক নিশাত হাসিনা শিরীন প্রমুখ।
সভায় বক্তারা চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলন ২০২৩ এ অংশগ্রহণে রেড বিল্ডিংস্থ কার্যালয়ে এসে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।












