‘বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান তীরের ফলায় বিষ নয়, লালনের গান’ শিরোনামে লোক উৎসব উদযাপন করেছে উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। গতকাল রোববার সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের উম্মুক্ত মঞ্চে উৎসব শুরু হয় আলোচনা সভার মধ্য দিয়ে। দুপুর আড়াইটায় সাংস্কৃতিক পর্ব শুরু হয় উদ্বোধনী সংগীত ও নৃত্যের মাধ্যমে।
এরপর ভাটিয়ালি, বাউল, সিলেটি ও চট্টগ্রামের আঞ্চলিক গান, মাইজভান্ডারী গান, মাহাতো গান, লক্ষ্মী দেবীর পাঁচালী ও নৃত্যসহ অন্যান্য পরিবেশনা পরিবেশিত হয়। উৎসব শেষ হয় সন্ধ্যা সাতটায়। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। তিনি বলেন, দেশের বাইরেও উদীচীর ব্যাপ্তি রয়েছে। এটি আন্তর্জাতিক মানের সংগঠন।
দেশের সকল দুর্দিনে নিজের শক্তি দিয়ে, সামর্থ দিয়ে উদীচী সাধারণে পাশে থেকে শক্তি জুগিয়েছে। প্রধান আলোচক ছিলেন উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি প্রবীর সরদার।