বেসিক ব্যাংকের জামানত বিহীন ৩০০ কোটি টাকার ঋণ খেলাপি মামলায় আই জি নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ এবং তাঁর স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহীম সহ ৪ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অন্য দুজন হলেন, প্রতিষ্ঠানটির পরিচালক মিসেস হুমাইরা করিম ও সৈয়দ মোজাফফর হোসেন।
গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০২১ সালের ১২ অক্টোবর বিবাদীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে ব্যাংক। ২০১৭ সালেও তাদের বিরুদ্ধে একটি মামলা করে একই ব্যাংক। দুই মামলা মিলে বিবাদীদের কাছ থেকে ৩০০ কোটি টাকা পাওনা ব্যাংকের।
বিপুল অংকের এ ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি জামানত রাখা হয়নি। তিনি বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আগামী ১৬ ফেব্রুয়ারি বিবাদীদের পাসপোর্ট আদালতে জমা প্রদান করার নির্দেশ প্রদান করেছেন বিচারক। বিবাদীরা যেন উক্ত সময়ের মধ্যে দেশত্যাগ করতে না পারেন তার জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়।