সীতাকুণ্ডে আগুনে পুড়ল ১১ বসতঘর

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে উপজেলার পৌরসদরের ইদিলপুর এলাকার ভূঁইয়া বাড়ি সংলগ্ন এডভোকেট সরোয়ারের কলোনিতে অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানান, দুপুরে রিকশাচালক রুহুল আমিনের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত কলোনির সব বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে কলোনির সবগুলো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। সেই সাথে পুড়ে যায় বসতঘরের সমস্ত মালামাল ও নগদ টাকা। এতে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের সহযোগিতায় টানা দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাতের পর রাজিয়া বেগম নামে একজন কলোনির তত্ত্বাবধায়ক সুমন সংজ্ঞাহীন হয়ে যান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে কলোনির ১১টি বসতঘর পুড়ে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোববার (গতকাল) বিকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পুনরায় ঘর নির্মাণে টিন ও অর্থ সহায়তা দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপদুয়া ইউপির প্যানেল চেয়ারম্যানের বসতঘরে আগুন
পরবর্তী নিবন্ধচকরিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসকে গ্রেপ্তারে পরোয়ানা