ইমরানের দাবি, তাকে হত্যার নতুন চক্রান্তের পেছনে জারদারি

| রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, সাবেকর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাকে হত্যার নতুন এক চক্রান্তের পেছনে আছেন। এজন্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কোচেয়ারম্যান জারদারি একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীকে টাকাও দিয়েছেন’ বলে অভিযোগ তার।

শুক্রবারের টেলিভিশনে সমপ্রচারিত এক বক্তৃতায় ইমরান এই বিস্ফোরক অভিযোগ করেন বলে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। খবর বিডিনিউজের।

আগে এক জনসভায় সমর্থকদের বলেছিলাম, চারজন লোক আছে, যারা আমাকে হত্যার পরিকল্পনা করছে, একথা বলায় ওই পরিকল্পনা ভণ্ডুল হয়ে গিয়েছিল। তারপর ধর্মের নামে আমাকে শেষ করে দেওয়ার নতুন পরিকল্পনা ‘প্ল্যান বি’ হয়। কিন্তু আমি সেটাও জানতে পারি এবং দুটো জনসভায় ওই পরিকল্পনা উন্মোচন করে দিই, বলেন ইমরান।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবেন ট্রাম্প!
পরবর্তী নিবন্ধকানাডায় প্রথমবারের মতো ইসলামফোবিয়া বিরোধী উপদেষ্টা নিয়োগ