কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয়লাভ করেছে উল্লাস ক্লাব। গতকাল সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় উল্লাস ৮৩ রানে ইয়ং স্টার ব্লুজকে পরাজিত করে। টসে জিতে ইয়ং স্টার উল্লাস ক্লাবকে প্রথমে ব্যাট করতে দেয়। উল্লাস ৪৩.৪ ওভার খেলে ১৭৬ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে আবদুল কাইউম ৩৭, বোরহানউদ্দিন ২৮, নাহিদ হাসান ২৬, শাহ পরান ২২, রবিউল হোসেন ১৯ এবং রাশেদ ১৬ রান করেন। অতিরিক্ত রান হয় ১১।
ইয়ং স্টারের মাহাথির মোহাম্মদ ৩টি এবং বাদশাহ খালেদ ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান শহিদুল ইসলাম,সাদেক হোসেন আজাদ,দেলওয়ার হোসেন এবং ফাতিন নিহাল ফাহিম। জবাব দিতে নেমে ইয়ং স্টার ব্লুজ ২৪.৫ ওভার খেলে ৯৩ রানে অল আউট হয়ে যায়।
দলের পক্ষে আবদুল্লাহ আল জিহাদ ৩৫, মাহিন হাসান ১৭ এবং সাদেক হোসেন ১১ রান করেন। উল্লাস ক্লাবের নাহিদ হাসান ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন সাইফুল ইসলাম, রবিউল হোসেন এবং আবিদ ঢালী। ১টি উইকেট পান সাইফুল আলম।












