দক্ষিণ পাহাড়তলী ঝর্ণাপাড়া ক্রীড়া সংস্থা আয়োজিত চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরী স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঝর্ণাপাড়া এমপি মাঠে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। খেলায় অপরাজয় বয়েজ ক্লাব ৪–২ গোলে মরহুম বদিউল আলম কোম্পানি স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল আলম সিরাজ। সৈয়দ আনিসুর রহমান আনিসের সঞ্চলনায় অতিথি ছিলেন মাহবুবুল আলম কোম্পানি, খাইরুল আলম সবুজ, আবু হানিফ, হুমায়ুন ছগীর মোহন, নুরুল আলম, ইলু, রুবেল আহমেদ বাবু, মমিনুল আলম শাহিন, আনোয়ার হোসেন, আরিফ মুন্না, সাজ্জাদ আমিন সোহান, শহিদুল আলম।










