নগরীতে ৬ তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার শাহ ওয়ালীউল্লাহ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। গ্যাসের লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। যদিও বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, ভবনের ৬ তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরের উপরে সিলিংয়ে গ্যাসের লাইনে এ বিস্ফোরণ হয়। যা ৫ম তলার ফ্ল্যাটের (সোজা নিচের দিকে) রান্নাঘরের সিলিংয়েও প্রভাব পড়ে। বিস্ফোরণে এই দুই ফ্লোরের রান্নাঘরের সিলিংয়ে থাকা দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রান্নাঘরের কোনো ক্ষতি হয়নি। ফ্ল্যাটে থাকা লোকজনেরও কোনো ধরনের ক্ষয়–ক্ষতি হয়নি। বলা যায়, বড় ধরনের ক্ষয়–ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম গতকাল আজাদীকে বলেন, বিস্ফোরণে ঘরের একাংশে কিছু জিনিস লণ্ডভণ্ড হয়েছে। তবে কোনো হতাহত নেই।