সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর চেহলাম শরীফ সম্পন্ন

| শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪২ পূর্বাহ্ণ

শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.) এর চেহলাম শরীফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাইজভাণ্ডার দরবার শরীফে এ চেহলাম অনুষ্ঠিত হয়।

বাদ আসর চেহলাম শরীফ উপলক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (.) এবং আওলাদে গাউছুল আজম শাহজাদা সৈয়দ মুহাম্মদ এরহাম হোসাইন ও শাহজাদা সৈয়দ মানাওয়ার হৈাসাইন।

নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (.)’র সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত গাউছুল আজম মাইজভাণ্ডারীর চেহলামে অংশ নেন দূরদূরান্ত থেকে আগত আশেকভক্তরা।

এতে মিলাদ পরিচালনা করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের দারুততায়ালীম প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাফর আহমেদ চৌধুরী ছিলেন আ. লীগের দুঃসময়ের কাণ্ডারী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ মিছিল ও সমাবেশ