চকরিয়ায় বাসচাপায় ইজিবাইক চালক নিহত

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪০ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলার চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর নলবিলা এলাকায় বাস চাপায় তারেকুল ইসলাম (১৮) নামে এক ইজিবাইক (টমটম) চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত টমটম চালক তারেক উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাহওমর নগর এলাকার মোক্তার আহমদের ছেলে। কাকারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে টমটমে যাত্রী নিয়ে বানিয়ারছড়া থেকে চকরিয়া যাচ্ছিলেন তারেক। নলবিলা ফরেস্ট চেক পোস্টের কাছে এলে কক্সবাজারমুখী একটি বাস টমটমকে ধাক্কা দেয়। টমটমকে ধাক্কা দেয়ায় চালক তারেক গাড়ি থেকে নেমে হাত উচিয়ে বাসটিকে থামতে অনুরোধ করে। এ সময় বাস চালক তাকে চাপা দিয়িে পালানোর চেষ্টা করে। পরে জনগণ ধাওয়া করে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় বাসটি আটক করে। খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি (পরির্দশক) ইমন চৌধুরী বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবসন্ত বরণে বোধন আবৃত্তি পরিষদের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধজাফর আহমেদ চৌধুরী ছিলেন আ. লীগের দুঃসময়ের কাণ্ডারী