বসন্ত বরণে বোধন আবৃত্তি পরিষদের প্রস্তুতি সভা

| শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৩৯ পূর্বাহ্ণ

আগামী ১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রতি বছরের মত এবারো দিনটিতে বসন্ত উৎসব আয়োজন করতে যাচ্ছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। বসন্ত উৎসবের প্রস্তুতিতে এক সাধারণ সভা গতকাল শুক্রবার সকালে বোধনের প্রশিক্ষণ স্থান অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।

এতে বসন্তের প্রথম দিন মঙ্গলবার সারাদিনব্যাপী বসন্ত উৎসব পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ারের সভাপতিত্বে সভায় সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরীকে আহ্বায়ক এবং অর্থ সম্পাদক অনুপম শীলকে সদস্য সচিব করে বসন্ত বরণ উপ পরিষদ গঠন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদের সহসভাপতি সুবর্ণা চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল, অনুষ্ঠান সম্পাদক মৃন্ময় বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, আবৃত্তিশিল্পী পলি ঘোষ, সংগীতা কর চৌধুরী, পল্লব গুপ্ত, পার্থ বড়ুয়া, লিংকন বিশ্বাস, প্রাঞ্জল সাহা, প্রবাল তালুকদার, শুভাগত বড়ুয়া, মোহাম্মদ সাজ্জাদ চৌধুরী, শংকর প্রসাদ নাথ, সুচয়ন সেনগুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীর মোবাইল ছিনতাইকালে জনতার হাতে ধরা দুই কিশোর
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বাসচাপায় ইজিবাইক চালক নিহত