নারীর মোবাইল ছিনতাইকালে জনতার হাতে ধরা দুই কিশোর

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৩৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় সিএনজি অটোরিক্সায় এক নারী যাত্রীর মোবাইল ছিনতাইয়ের সময় স্থানীয়রা অটোরিক্সা চালক ও তার এক সহযোগীকে পুলিশে ধরিয়ে দিয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বারখাইন ইউনিয়নের (পিএবি সড়কের) তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শহিদুল ইসলাম (১৬) ও শাহিদ হাসান (১৫)

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান জানায়, বৃহস্পতিবার রাতে সরকারহাট এলাকায় এক নারী যাত্রীর মোবাইল ছিনতাইকালে স্থানীয়দের সহযোগিতায় সিএনজি চালক শহিদুল ইসলাম ও শাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবসন্ত বরণে বোধন আবৃত্তি পরিষদের প্রস্তুতি সভা