যাত্রী বেশে পাঠাও চালকের মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে আকবরশাহ থানাধীন কর্নেল জোন্স রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর উত্তর কাট্টলীর আলী চাঁদ বাড়ির রবিউল হোসেনের ছেলে ফেরদৌস মাহমুদ ইমন (২৪) ও একই এলাকার আলী আক্কাসের ছেলে সাদ্দাম হোসেন প্রকাশ জসিম (৩২)।
এদের মধ্যে গ্রেপ্তারকৃত আসামি ফেরদৌস মাহমুদ ইমনের নামে নগরীর আকবরশাহ ও পাহাড়তলী থানায় ২টি ছিনতাই, ২টি অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাইয়ের চেষ্টা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর সত্যতা নিশ্চিত করে আজাদীকে জানান, গত বৃহষ্পতিবার রাত আড়াইটার দিকে ‘পাঠাও’র মোটরসাইকেল চালক আকতার উদ্দিন যাত্রীর জন্য নগরীর একেখান গেইটে অপেক্ষা করছিলেন।
এ সময় এক যুবককে ৮০ টাকা ভাড়ায় তিনি নিয়ে যান আকবরশাহ থানাধীন কর্ণেল জোন্স রোডের ভেতরে রেললাইন সংলগ্ন স্থানে। সেখানে পৌঁছে যাত্রী বেশে থাকা যুবকটি মোটরসাইকেল থেকে নেমে পাঠাও চালকের মোটরসাইকেল কেড়ে নেয়ার চেষ্টা করে। তার সাথে যুক্ত হয় অজ্ঞাতনামা আরো ৩ যুবক। ৪ জন মিলে পাঠাও চালককে মারধর করে তার মোটরসাইকেল, মোবাইল সেট ও নগদ ৯৫০ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় রাতে আকবরশাহ থানায় মামলা করে পাঠাও চালক।
পরে আকবরশাহ থানার একটি টিম অভিযান চালিয়ে গতকাল সকালে কর্ণেল জোন্স রোড এলাকা থেকে ঘটনায় নেতৃত্বদানকারী আসামি ফেরদৌস মাহমুদ ইমন ও সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তাদের থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল, মোবাইল সেট ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।












