হাটহাজারী মধ্য মাদার্শা আহমদিয়া পাড়াস্থা হাসনাইন–এ করিমাইন মডেল মাদরাসার ২য় সালানা জলসা সম্প্রতি হাটহাজারী ছিপাতলী গাউসিয়া আজিজিয়া দরবার শরিফের সাজ্জাদানশীন শাহজাদা অধ্যক্ষ আবুল ফছিহ মুহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ নোমান, মুহাম্মদ ওসমান। প্রধান বক্তা ছিলেন জমিরজুরি রজভীয়া আজিজিয়া ডিগ্রী মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আল ক্বাদেরী। বিশেষ বক্তা ছিলেন লালিয়ার হাট হোসাইনিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী।
মাদরাসার শিক্ষক মুহাম্মদ রাসেল ও মুহাম্মদ আব্দুর রহিমের পরিচালনায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা আব্দুল গফুর রেজভী, মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আলমগীর, সেকান্দর মাস্টার, ডা. মোহাম্মদ হোসেন আল মনসুর, জাহাঙ্গীর আলম মেম্বার, মুহাম্মদ হারুন, সালাহ উদ্দিন আত্তারি, মাওলানা হারুনুর রশিদ প্রমুখ। এতে বক্তারা বলেন, মানব–জীবনে ধর্মীয় জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম।
ধর্মছাড়া যেমন কেউ মানুষ হতে পারে না তেমনি ইলমে দ্বীন ছাড়া কেউ মনুষ্যত্ব অর্জন করতে পারে না। মনুষ্যত্ব বিকাশের একমাত্র মাধ্যম হচ্ছে ইলমে দ্বীন তাই মহানবী হযরত (দ.) এর জীবনাদর্শকে সঠিক ভাবে অনুসরণ করতে পারলে শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।












