কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রি

একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:২৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রি করার দায়ে জাবেদ হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

 

আদালত সূত্রে জানা যায়, বোয়ালখালীর বিভিন্ন এলাকায় কিছু অসাধু লোক গত কয়েকদিন ধরে আইন অমান্য করে কৃষি জমির উর্বর অংশ কেটে তা ইট ভাটাসহ ভরাট কাজে বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার সঙ্গে যুক্ত থাকায় স্থানীয় আবু সৈয়দের ছেলে জাবেদ হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে জোট পুকুর পাড় এবং উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করে জনগণের চলাচলে ভোগান্তি সৃষ্টির দায়ে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন এবং স্থানীয় সরকার পৌরসভা আইনে অপর পাঁচ ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করার সুযোগ কাউকে দেয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের উরকিরচরে দরবারে কামালিয়ায় ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধমনুষ্যত্ব বিকাশের একমাত্র মাধ্যম হচ্ছে ইলমে দ্বীন